বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ফটোগ্রাফার শহিদুল আলমকে

0
297

খবর৭১ঃ দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক শহিদুল আলমকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাতরা ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। শহিদুলের পরিবারের লোকজন ও সহকর্মীরা এই তথ্য জানিয়েছেন।

পাঠশালার ভাইস প্রিন্সিপাল তানভির মুরাদ তপু বলেন, ‘আজ রাত সাড়ে ১০টার দিকে শহিদুল আলমকে ধানমন্ডি ৯/এ সড়কের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অজ্ঞাত লোক তুলে নিয়ে গেছে। আমরা এখন ধানমন্ডি থানায় এসেছি। এখনও তার কোনও খবর পাওয়া যায়নি।’
তপু আরও বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত সেই ব্যক্তিরা ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে বাসায় ঢোকে। শহিদুল আলমকে নিয়ে যাওয়ার সময় তারা বাসার সিসিটিভি ফুটেজও নিয়ে যায়।’

শহিদুল আলমের সহকর্মী সাইদিয়া গুলরুক বলেন, ‘আমরা একই বাসার তৃতীয় তলায় থাকি। শহিদুল আলম থাকেন চতুর্থ তলায়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ চিৎকার শুনে নিচে এসে দেখি দাড়োয়ানরা ভীত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা সেখানে সিসি ক্যামেরা ও ইন্টারকম ভাঙা দেখতে পাই। তখন দাড়োয়ানরা আমাদের জানায়, ১২-১৩টা গাড়িতে আসা ৩০-৩৫ জন লোক শহিদুল ভাইকে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এ ব্যাপারে ধানমন্ডি থানায় অভিযোগ করেছি। দাড়োয়ানদের কাছ থেকে পাওয়া একটি গাড়ির নাম্বার আমরা এজাহারে দিয়েছি।’

ধানমন্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মহিদুল ইসলাম বলেন, ‘ শহীদুল আলমকে কে বা কারা বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে বলে পরিবার থানায় এসে অভিযোগ করেছে। এ বিষয়ে জিডি দায়েরের প্রস্তুতি চলছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here