বাহুবলে পাহাড়ি ঢলে গ্রামের মানুষ পানিবন্দি

0
384

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাহাড়ি ঢলে দ্বীগাম্বর ছড়া ও মাধবীছড়ার বাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রামের মানুষ পানি বন্ধি হয়ে পড়েছেন।শুক্রবার (২৪ মে) ভোররাতে উপজেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হলে পাহাড়ি ঢলে ছড়ার বাঁধ ভেঙ্গে যায়। এতে উপজেলার পুটিজুরী ইউনিয়নের হিলালপুর, হাজীবাদাম, লামাপুটিজুরী, আব্দুনারায়ন, ডুবাঐ বাজারে পানি প্রবেশ করেছে।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান- তিনি খবর পেয়ে ঘটনাস্থলে আছেন এবং গ্রামগুলো পরিদর্শন করছেন।স্থানীয় ওয়ার্ড মেম্বার রুবেল আহমেদ অভিযোগ করে বলেন- উল্লেখিত দুটি ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন হয়। ফলে ছড়ার বাঁধ থেকে মাটি সরে যাওয়ায় পাহাড়ি ঢলে সহজে ছড়ার বাঁধ ভেঙ্গে গেছে। তিনিও জানান- বেশ কয়েকটি গ্রামের মানুষ পানি বন্ধি হয়ে পড়েছেন। তবে আশাকরা যায় বৃষ্টি বন্ধ হলে পানি নেমে পড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here