বাগেরহাট সদর হাসপাতলে চিকিৎসক কর্তৃক প্রসূতী ও তার স্বজনকে মারধরের অভিযোগ

0
960

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর হাসপাতালে রোগী ও এক রোগীর স্বজনকে মারধর করেছে এক চিকিৎসক। শনিবার সকালে গাইনি ওয়ার্ডের দুই প্রসুতি রোগী ও এক রোগীর স্বজনকে মারধর করেণ কনসালটেন্ট (গাইনি) ডা. আবুলকালাম আজাদ । ঘটনার পরপরই ওই ডাঃ সিভিল সার্জন অফিসে যাওয়ার কথা বলে হাসপাতাল ত্যাগ করেণ তিনি। ডাঃ কতৃক মারধরের স্বীকার রোগীরা হলেন, বাগেরহাট সদর উপজেলার মোরেলগঞ্জ উপজেলার প মালা গ্রামের জাহিদুল বাবুর স্ত্রী ফাতেমা বেগম (২৮), গাজীরঘাট গ্রামের আলম শেখের স্ত্রী রজীনা বেগম (২০), এবং রজীনার মা নাছিমা বেগম (৪৫)। নাছিমা বেগম জানান, সন্তান প্রসবের জন্য শনিবার ভোরে বাড়ি থেকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসি মেয়েকে। তখন ডাক্তার,রা আমাদের ভর্তিকরে নেন। পরে সকাল ১০টার দিকে ডাক্তার আবুল আজাদ আসেন নিয়মিত রাউন্ড দিতে। তখন আমার মেয়ের প্রসব বেদনা শুরু হয়। আমি মেয়েকে ধরা অবস্থায় ছিলাম। ডাক্তার সাহেব এসে আমাকে বের হতে বলেন। আমার বের হতে দেরী হলে আমাকে দুটি চর মারেণ। আমি চর খেয়ে ঘুরে পরলে। ডাক্তার সাহেব আমার চিকিৎসা না দিয়ে মেয়ের মাথার উপর থাপ্পর মারে। সদ্য ভূমিষ্ট সন্তানের মা রজীনা বেগম বলেন, সন্তান প্রসবের জন্য হাসপাতালে এসে মার খেলাম। এর থেকে কষ্টের আর কি আছে। আমরা এ ডাক্তারের এ ধরনের আচারনের বিচার চাই। অন্য রোগী ফাতেমা বেগম বলেন, রজীনাকে মারধর করে আমার বেডে আসেন। তখন আমাকে বলে এ তোর তো কাল যাওয়ার কথা, তুই যাসনি কেন। এ বলেই আমার মাথার উপর সজোড়ে থাপ্পর দেয়। গাইনি ওয়ার্ডের অন্য আরেক রোগী মাহিনুর বলেন ডাক্তার এভাবে রোগীকে মারধর করে তা আগে কখনও দেখিনি। সকালে এ ডাক্তার মারলেন। এর আগে শনিবার রাতে আলট্রাসোনো করার সময় ডাক্তার আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেন। গাইনি ওয়ার্ডে একজন নারী চিকিৎসক দিলে এ ধরণের অপ্রিতিকর ঘটনা এড়ানো যেত। এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত চিকিৎসক আবুল কালাম আজাদকে (০১৭১৫-০৫০৯৫৫) বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
বাগেরহাটের সিভিল সার্জণ ডা. অরুণ চন্দ্র মন্ডল বলেণ, ঘটনার সময় আমি হাসপাতালে ছিলাম। হই হুল্লোর টের পেয়ে আমি ওয়ার্ড মাস্টারকে গাইনি ওয়ার্ডে পাঠাই। পরে মারদরের স্বীকার রোগীরা এসে আমার কাছে অভিযোগ করেণ। অভিযোগের বিষয়ে উপস্থিত সকলের কথা শুনে সত্যতা পাই। এ ব্যাপারে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here