বাগেরহাটে বেতাগায় ১৬৫০ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরন

0
261

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬৫০জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন অনুষ্ঠান শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। টেসকো ইন্টারন্যাশনাল সোর্সিং বাংলাদেশ এর অর্থায়নে ও ইউনিয়ন পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্র“প অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। মৎস্য ও কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার মোঃ সোহরাব হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, সাধারন সম্পাদক মলি­ক আব্দুস সাত্তার, শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি নির্মলেন্দ্র দেবনাথ, বেতাগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম, আট্টাকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুরদাশ দাশ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা কল্পনা রানী দাশ, সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নজমুল হুদা, ইউপি সদস্য অজয় কুমার দাশ, আব্দুর রাজ্জাক, জামাল উদ্দিন ফকির, সংরক্ষিত মহিলা সদস্যা সন্ধ্যা রানী দাশ ও মোসাঃ কামরুন্নাহার নীপা প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে ৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১টি আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের ১৬৫০জন শিক্ষার্থী-কে স্কুল ড্রেস বিতরন করা হয়েছে। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ডাক্তার ও সুশিল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এসব শিক্ষা উপকরণ বিতরন করা হয়।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here