বাগেরহাটে বিদ্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ

0
230

 

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটের মোরেলগঞ্জে উত্তর চিপা বারইখালী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় বুধবার গভীর রাতে আগুন দিয়ে পুঁড়িয়ে দেয়ার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন ও অভিযোগে জানা গেছে, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত খাউলিয়া ইউনিয়নের উত্তর চিপা বারইখালী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিছনের বারান্দার ফাঁক দিয়ে গভীর রাতে কতিপয় দুর্বৃত্ত প্রবেশ করে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের কাশের পিছনের জানালা ভেঙ্গে প্রবেশ করে বেঞ্চ,চেয়ার, টেবিল সহ পুরো ঘরে কোরোসিন ছিঁটিয়ে দেয়। পরে তারা সুপারি গাছের খোল পিছনের বারান্দার বেড়ায় ঝুঁলিয়ে অগ্নিসংযোগ করে। এসময় পাশর্^বর্তী বাড়ীর লোকজন টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অগ্নিকান্ডে বিদ্যালয়ে কিছু অংশ ক্ষতিসাধিত হয়েছে।
বিদ্যালয় চত্বরে উপস্থিত দেলোয়ার হোসেন, শাহআলম মাতুব্বর, রব মাতুব্বর,সামসুল হক মৃধা, সিদ্দিক শিকারী, কবির বেপারী সহ অন্যান্যরা জানান, এ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। কিন্তুু যারা এ প্রতিষ্ঠানটি নিশ্চিহ্ন করার পায়তারা করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী তামান্না, রাকিব, ৪র্থ শ্রেণীর ছাত্রী মিমি জানায়, সব বেঞ্চে কেরোসিন দেয়ার কারনে ও কেরোসিনের গন্ধে কাশ করতে না পেরে পাশর্^বর্তী একটি বাড়ির বারান্দায় তারা কাশ করেছে।
বিদ্যায়ের প্রধান শিক্ষিকা জাহানুর বেগম জানান, পূর্ব শত্রুতার জের হিসেবে বিদ্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার সাইদুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের জানান, বিষয়টি খুবই দুঃখজনক

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here