বাগেরহাটে বিএনপি নেতার মৃত্যুতে শোক

0
290

বাগেরহাট প্রতিনিধি
হেদায়েত হোসাইন লিটনঃবাগেরহাট জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক বাগেরহাট পৈারসভার ২নং ওয়াডের সাবেক কাউন্সিলর মাহাবুবুর রহমান টুটুলের পিতা শেখ সৈয়দ আলীর ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। বুধবার সকাল ৯ টায় হরিনখানাস্থ তার নিজ বাসভবনে র্বাধক্য জনিত কারনে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর । তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। এদিন বাদ যোহর পিসি কলেজ মাঠে তার নামাজে যানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন সমাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক বাগেরহাট পৈারসভার ২নং ওয়াডের সাবেক বাউন্সিলর মাহাবুবুর রহমান টুটুলের পিতা পৌর বিএনপির ২নং ওয়াডের সাবেক সভাপতি শেখ সৈয়দ আলীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির নেতুবৃন্দ । বিবৃতিদাতারা মরহুমের শোক সন্তাস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার আত্বার মাগফিরাত কামনা করেছেন। বিবৃতি দাতারা হলেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. অহিদুজ্জামান দিপু, শেখ নজরুল ইসলাম, কামরুল ইসলাম গোরা, সমশের আলী মোহন, শেখ এসকেন্দার হোসেন, অজিয়ার রহমান, প্রকৌশলী মাসুদ রানা, ড়. ফরিদুল ইসলাম, এ্যাড আব্দুল হাই, কাজী খাইরুজ্জামান শিপন, এ্যাড: আসাদুজ্জামান, সরদার লিয়াকত আলী, সাধারন সম্পাদক আলীরেজা বাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক খাদেম নিয়ামুল নাসির আলাপ, মাহাবুবুর রহমান টুটুল, শেখ শাহেদ আলী রবি, এম এ ওয়াদুদ মুক্তা, খান মতিউর রহমান, রুনা গাজী, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, সহ-সাংগঠনিক অধ্যাপক হাদিউজ্জামান হিরো, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, বিএনপি নেতা এ্যাড. মাহমুদ মোর্শেদ লালন, শরীফ মোস্তফা জামান লিটু, এ্যাড. আব্দল মান্নান হাওলাদার, আসমা আজাদ, সাইদ নিয়াজ হোসেন শৈবাল, সিরাজুল ইসলাম সিরাজ, এ্যাড. ফারহানা জাহান নিপা, মেহেবুবুর হক কিশোর, মনিরুজ্জামান মনি, আবুল কালাম আজাদ, মেহেবুবুর হক কিশোর, আয়ুব আরী মোল্লা বাবু, এসএম সাজ্জাত হোসাইন, যুবদলের সভাপতি মো.হারুন আল রশীদ, যুবদলের সাধারন সম্পাদক সুজা উদ্দিন মোল্যা সুজন, তাতীদলের সভাপতি এ্যাড শাহাদাৎ হোসেন , ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারন সম্পাদক আলী দ্বীপ, তাঁতীদলের সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল রহমান শাস্ত, সাধারন সম্পাদক তানু ভুইয়া প্রমুখ ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here