বাগেরহাটে বাস শ্রমিকদের ৭দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্ধোধন

0
218

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির লক্ষে বাস চালক ও সহযোগীদের জন্য প্রশিক্ষনের উদ্বোধণ করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্ত্বরে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধণ করেণ সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা: মোজাম্মেল হোসেন. এমপি।
বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন অরুণ চন্দ্র মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহিন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নার্গিস পারভীন, এলজিইডি-র নির্বাহী প্রকৌশলী মোঃ শাহদাত হোসেন, বিআরটিএ, বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবুল বাশার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, নিরাপদ সড়ক চাই,বাগেরহাট জেলা সভাপতি আলী আকবর টুটুল, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বাস-মিনি বাস চালক, শ্রমিক ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, ৭ দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতিদিন ১‘শ ৫০ জন করে বাস চালক ও চালকের সহযোগীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে জেলায় ১ হাজর ৫০ জন প্রশিক্ষিত বাস শ্রমিক তৈরি হবে। যার ফলে জেলায় দুর্ঘটনা হ্্রাস পাবে বলে আশা করেণ বক্তারা।
বক্তারা আরও বলেন, বাস মালিক ও শ্রমিকদের পাশাপাশি জনসাধারণকে সড়ক ব্যবহারে সচেতন হতে হবে। যাতে সকলের আন্তরিকতায় নিরাপদ সড়ক নিশ্চিত হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here