বাগেরহাটে প্রথম আলো বন্ধু সভার বৃক্ষ রোপন কর্মসূচী পালন

0
412

বাগেরহাট প্রতিনিধিঃ
‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচির আওতায় বাগেরহাট বন্ধুসভার বন্ধুরা গাছের চারা বিতরণ ও রোপণ করেছে। বৃহস্পতিবার শহরের বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে ২০০ শত চারা বিতারণ ও রোপনের মাধ্যমে এই কর্মসূচি পালন করে। বিদ্যালয়ের অধ্যক্ষ ফারহানা আক্তারের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. রবিউল ইসলাম, বাগেরহাট বন্ধুসভার সভাপতি রিজিয়া পারভিন, সাদিয়া রশ্নি প্রমুখ। অতিথি, শিক্ষক ও বন্ধুসভার বন্ধুরা শিক্ষার্থীদের হাতে পেয়ারা, কদবেল, দারুচিনি, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ তুলে দেয়। পরে বিদ্যালয় চত্বরে একটি দারুচিনি গাছ রোপন করা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ ফারহানা আক্তার বলেন, ‘প্রথম আলো শুরু থেকেই নানা ব্যাতিক্রমি ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। গাছ আমাদের পরম বন্ধু। শিক্ষার্থীদের গাছ লাগানো ও গাছের প্রতি ভালোবাসা তৈরিতে বন্ধুসভার এই শুভ উদ্যোগকে স্বাগত জানাই। প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে বিতরণ করা গাছগুলো তোমাদের হাত ধরে, তোমাদের পরিচর্যায় বেড়ে উঠুক। ফুলে-ফলে ও সবুজে ভরে উঠুক আমাদের চারপাশ। শুধু মানুষ নয় পশুপাখিসহ প্রকৃতির সবই এর সুফল পাবে। এই শুভ উদ্যোগে আমাদের শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ায় প্রথম আলো পরিবারকে ধন্যবাদ।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু শাওন, তয়ন, মাশরাফি, তৌফিক, রাব্বী, আকাশ, লিন্সা, আবির, কাবেরী, সৌরভ, সাগর, নিলয়, নাফিজ প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here