বাগেরহাটে পুলিশি বাধায় দলীয় কার‍্যালয়ে বিএনপির মানববন্ধন

0
381

এম হেদায়েত হোসেন লিটন,বাগেরহাট প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর ঘোষনা দেওয়া হলে রোববার সন্ধ্যা থেকে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় পুলিশ। পরে পুলিশের বাধায় সোমবার দুপুরে সরুস্থ জেলা বিএনপির দলীয় কার্য্যলয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এদিকে মানববন্ধন শেষ হওয়ার পর জেলা বিএনপি সভাপতি এমএ সালামের মুনিগঞ্জ এলাকায় নির্মানাধীন বাড়ীর দারোয়ান শহীদুল ইসলামকে (৪০) পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তাকে বাগেরহাট সদর হাসপতালে ভর্তি করা হয়েছে জেলা বিএনপি সূত্রে জানাগেছে।
পুলিশের ব্যাপক উপস্থিতে মানববন্ধন কর্মসূচী চলাকালে জেলা বিএনপি’র সভাপতি এম সালাম বলেন, বর্তমান সরকার বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি মামলায় সাজা দিয়ে জেল হাজতে প্রেরন করেছে। এরই প্রতিবাদে আমরা কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী বাগেরহাট প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষনা দিয়েছিলাম। কিন্তুু সরকারের পুলিশ বাহিনী আমাদের পূর্ব-নির্ধারিত স্থানে মানববন্ধন কর্মসূচী করতে দেয়নি। আমাদের নেত্রী শান্তিতে বিশ্বাসী, তাই আমরা দলীয় কারযালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে সরকারের এ নোংরামির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলমের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এসকেন্দার হোসেন, বিএনপি নেতা এ্যাড. আব্দুল হাই, যুগ্ম সাধারন সম্পাদক শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা শেখ খায়রুজ্জামান শিপন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা যুবদলের সাধারন সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু, যুবদল নেতা জাহিদুল ইসলাম শান্ত, ছাত্রদলের সাংগঠনিক সৎম্পাদক এম সাজ্জাদ হোসাইন, মহিলা দলের আসমা আজাদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here