বাগেরহাটে জাতীয় নাগরিক সেবা দিবস পালিত

0
255

বাগেরহাট প্রতিনিধিঃ
জাতীয় পাবলিক সার্ভিস দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে ১১টায় শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন অরুণ চন্দ্র মন্ডল, সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখি প্রমুখ। আলোচনা সভায় বাগেরহাটের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here