বাগেরহাটে কিশোর-কিশোরীদের মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
191

বাগেরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলনের জন্য বাগেরহাটে মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাগেরহাট শহরের যদুনাথ ইনস্টিটিউশনে দিন ব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং নবলোক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ৬টি উপজেলা থেকে নবম ও দশম শ্রেণির ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষন সমন্বয়কারী মোঃ নাছির উদ্দিন, পরিদর্শক হিসামুল ইসলাম ও সহকারি পরিদর্শক মোঃ রবিউল ইসলাম।
নবলোক পরিষদের পরিচালক (অপারেশন) মোঃ আব্দুল হান্নান বলেন, মেধা ও মননে সুন্দর আগামী এ প্রতিপাদ্য নিয়ে ৩১ জুলাই ঢাকায় বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে প্রত্যেক জেলা থেকে বাছাইকৃত ১০জন করে সারাদেশ থেকে মোট ৭‘শ মেধাবী শিক্ষার্থী অংশগ্রহন করবেন। সে লক্ষে বিভিন্ন সময় বাগেরহাটের ৬টি উপজেলার ৫‘শ ৪০ শিক্ষার্থীর মধ্যে আমরা প্রতিযোগিতার আয়োজন করি। এদের মধ্যে থেকে বাছাইকৃত ৬০ জনকে নিয়ে আমাদের আজকের প্রতিযোগিতা হচ্ছে। এদের মধ্যে ১‘শ মার্কের লিখিত ও ২০ মার্কের মৌখিক পরীক্ষায় মার্কের দিক থেকে এগিয়ে থাকা ১০ জনকে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলনে পাঠানো হবে। প্রতিযোগিতা শেষে বিকেলে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক মোঃ আলতাফ হোসেন, সমন্বয়কারী মোঃ আব্দুল হান্নান, যদুনাথ ইনস্টিটিউশনের অধ্যক্ষ অজয় চক্রবর্তীসহ শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here