বাগেরহাটের সাইনবোর্ড-বগী আ লিক মহাসড়কের ১৪ কি.মি ঝুঁকিপূর্ণ

0
163

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের সাইনবোর্ড-মোরেলগঞ্জ-শরণখোলা-বগী আ লিক মহাসড়কের ১৪ কিলোমিটার সড়ক খুবই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এ সড়কে ১৪ কিলোমিটারে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কটি প্রশস্তকরণের দাবি জানিয়েছে এলাকাবাসী। তিন বছর ধরে আ লিক মহাসড়কের সুবিধা থেকে বি ত শরণখোলাবাসী। তবে ওই সড়ক প্রশস্ত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রস্তাব পাঠিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ), বাগেরহাট। ২০০৭ সালে সিডর বিধ্বস্তের পর থেকে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সাইনবোর্ড-মোরেলগঞ্জ-শরণখোলা-বগী আ লিক মহাসড়কের ৫৬ কিলোমিটার আ লিক মহাসড়কের নির্মাণ কাজ শুরু হয়। এরমধ্যে ২০১৬ সালে সাইনবোর্ড থেকে আমড়াগাছিয়া পর্যন্ত ৪২ কিলোমিটার সড়কের কাজ সমাপ্ত হয়। এই ৪২ কিলোমিটার রাস্তার প্রয়োজন অনুযায়ী ১৮ ফিট প্রশস্ত করা হয়। কিন্তু একই সড়কের শরণখোলার আমড়াগাছিয়া থেকে তাফালবাড়ি পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তা সংকীর্ণ রয়ে যায়, যা মাত্র ১২ কিলোমিটার প্রশস্ত। সাইনবোর্ড-মোরেলগঞ্জ-শরণখোলা-বগী আ লিক মহাসড়কে প্রতিদিন সরাসরি ঢাকা-চট্টগ্রামগামী পরিবহন, খুলনা ও বাগেরহাটগামী ২৪টির অধিক যাত্রীবাহী বাস চলাচল করে। এর সঙ্গে মালবাহী ট্রাক, ট্রলি, অটোরিকশা, মাহিন্দ্র, মোটরসাইকেলসহ বিভিন্ন স্থানীয় যানবাহন চলাচল করে। এ ১৪ কিলোমিটার রাস্তাটি মাত্র ১২ ফুট প্রশস্ত হওয়ার কারণে প্রতিনিয়িতই ঘটছে দুর্ঘটনা। কারণ ওই রাস্তা দিয়ে একটি বাস গেলে পাশ দিয়ে একটি ভ্যানেরও ঝুঁকি নিয়ে যেতে হয়। অনেক সময় পিচের পাশে মাটিতে নেমে বাসও উল্টে পড়ে। দীর্ঘদিন ধরে এ অবস্থার কারণে এলাকাবাসী রাস্তাটিকে প্রশস্তকরণের দাবি জানিয়ে আসছে।
পথচারী রতন নন্দী বলেন, মোরেলগঞ্জ থেকে শরণখোলা আসার একটি মাত্র রাস্তা। এ রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন যাতায়াত করতে হয়। যখন একটি বাস যায় তখন ভ্যানসহ অন্য যানবাহনকে রাস্তার খাদে নামাতে হয়। ওই সড়কের বাস চালক মোহাম্মদ শাকিল বলেন, বাগেরহাট থেকে শরণখোলার আমড়াগাছিয়া পর্যন্ত ভাল করে বাস চালিয়ে আসতে পারি। কিন্তু এখানে আসার পরে তাফালবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটি কম চওড়া থাকায় খুব ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সময়ও লাগে অনেক বেশি। আমরা দ্রুত রাস্তা চওড়া করার দাবি জানাচ্ছি। শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, সিডরে ল-ভ- সড়কের মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত সড়ক ছিল বাগেরহাটের সাইনবোর্ড-মোরেলগঞ্জ-শরণখোলা-বগী আ লিক মহাসড়ক। পরে এ সড়কের ৫৬ কিলোমিটারের মধ্যে ৪২ কিলোমিটার আ লিক মহাসড়কের সুবিধা ভোগ করলেও মাত্র ১৪ কিলোমিটার সড়ক কম প্রশস্ত হওয়ায় ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হয় আমাদের। ঝুঁকিপূর্ণ যান চলাচলের হাত থেকে রক্ষা পেতে আমরা সরকারের কাছে অতিদ্রুত এ সড়কটি প্রশস্তকরণের দাবি জানাই। সওজ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বাংলানিউজকে বলেন, আমরা ইতোমধ্যে ২১ কোটি ১ লাখ টাকা ব্যয় ধরে প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আশা করি প্রকল্পটি অনুমোদন হবে। সাইনবোর্ড-মোরেলগঞ্জ-শরণখোলা-বগী আ লিক মহাসড়কটি কার্যকর হবে।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here