বরখাস্ত হলেন সাবেক এফবিআই উপপরিচালক অ্যান্ড্রু ম্যাককাবে

0
256

খবর৭১:যুক্তরাষ্ট্রে এবার বরখাস্ত হলেন সাবেক এফবিআই উপপরিচালক অ্যান্ড্রু ম্যাককাবে। অ্যাটর্নি জেনারেল জেফ সেসন্স শুক্রবার রাতে তাকে বরখাস্ত করেন।

জানা গেছে, অবসর গ্রহণের মাত্র দুদিন বাকি থাকতে তাকে সরিয়ে দেওয়া হলো।

সাম্প্রতিক সময়ে মার্কিন গোয়েন্দা সংস্থাটির দ্বিতীয় এই শীর্ষ কর্মকর্তা প্রায়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেন। আগামী রোববার ৫০তম জন্মদিনে তার অবসর গ্রহণের কথা ছিল। ওই দিন তিনি অবসর গ্রহণ করতে পারলে আগাম অবসর সুবিধাগুলো পেতে পারতেন। কিন্তু এখন তিনি তার নির্ধারিত পেনশনের সামান্য কিছু অংশ পাবেন।

এদিকে, মাত্র চারদিন আগেই পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এতেই থেমে থাকছেন না ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এবার জোর জল্পনা, নিজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারকেও সরাতে চলেছেন ট্রাম্প।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here