বন্দুকের ‘বাম্প স্টকস’ ডিভাইসের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

0
673

খবর ৭১ঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্দুক থেকে দ্রুত গতিতে গুলি ছোড়ার ডিভাইস (বাম্প স্টকস) ব্যবহারে নিষেধাজ্ঞার একটি আদেশে স্বাক্ষর করেছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বছর দেশটির লাস ভেগাস কনসার্টে এই ডিভাইস ব্যবহার করে এক বন্দুকধারী ৫৮ জনকে গুলি হত্যা করে।

ফ্লোরিডার অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ জন নিহতের ঘটনার পর আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের কারণে তোপের মুখে পড়ে ট্রাম্প এই আদেশে স্বাক্ষর করলেন।

হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প এই ডিভাইস ব্যবহার অবৈধ ঘোষণা করার জন্য বিচার বিভাগকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেন। তিনি বলেন, তার প্রশাসনের জন্য স্কুলের নিরাপত্তা সবার আগে।

গত ১৫ ফেব্রুয়ারি পার্কল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ জন নিহত হয়। এ ঘটনায় হামলাকারী নিকোলাস ক্রুজ নামে ওই স্কুলের সাবেক এক ছাত্রকে আটক করে পুলিশ। ঘটনার পর আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ হয়। এ নিয়ে তোপের মুখে পড়েন ট্রাম্প।

এর আগে ২০১২ সালে কানেকটিকাট স্কুলে হামলা চালিয়ে ২০ শিশুকে গুলি করে হত্যা করা হয়েছিলো।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here