বগুড়া জেলা প্রশাসক কর্তৃক দুপচাঁচিয়ার বিভিন্ন সরকারী দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

0
505

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়াও একইদিন বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পূনর্বাসনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার ১৬জন ভিক্ষুককে ছাগল, ভ্যানগাড়ী ও ব্যবসা করার জন্য বিভিন্ন মুদি সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ, ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, আলহাজ্ব মেহেরুল ইসলাম, আলহাজ্ব শাজাহান আলী, উপজেলা প্রকেশলী রবিউল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক আবু বক্কর ছিদ্দিক, ফিল্ড অফিসার অসীম কুমার দাস, প্রভাষক হাবিবুর রহমান, ব্যবসায়ী শাহীদুর রহমান কয়েন, এনজিও গুডের পরিচালক হাফিজার রহমান সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here