ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তরুণরা

0
511

খবর ৭১: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মার্কিন তরুণরা। গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চের এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। খবর সিএনবিসি। গত মে ও জুনে যুক্তরাষ্ট্রে ১৮-২৯ বছর বয়সী ৩ হাজার ৪০০ ফেসবুক ব্যবহারকারীর ওপর জরিপ চালায় পিউ রিসার্চ। এতে দেখা যায়, এসব ব্যবহারকারীর ৪৪ শতাংশই গত বছর তাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ আনইনস্টল করেছে। তবে এদের কেউ কেউ পরে অ্যাপটি পুনরায় ইনস্টল করেছে। জরিপে অংশগ্রহণকারী ৪২ শতাংশ তরুণ জানিয়েছে, তারা কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় ফেসবুক ব্যবহার থেকে বিরত ছিল। ৫৪ শতাংশ ব্যবহারকারী তাদের প্রাইভেসি সেটিংস পুনরায় ঠিক করেছে।
যদিও এ জরিপ প্রতিষ্ঠানের হিসাবে ফেসবুক ইনকরপোরেশনের কোনো ধরনের পতন নির্দেশ করে না। শুধু ফেসবুক অ্যাপের ওপর ওই জরিপ চালানো হয়। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মতো ফেসবুকের মালিকানাধীন অন্যান্য জনপ্রিয় অ্যাপ এ জরিপের অন্তর্ভুক্ত ছিল না। তাছাড়া এ জরিপ শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ। উত্তর আমেরিকায় ফেসবুকের প্রবৃদ্ধি স্তিমিত হয়ে এলেও বিশ্বের অন্যান্য অঞ্চলে তা বাড়ছে। তবে এ জরিপ এটাই ইঙ্গিত দিচ্ছে, ব্যবহারকারীরা ফেসবুকের সংকটের দিকে নজর রাখছে এবং এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহার কমিয়ে দিচ্ছে। সা¤প্রতিক সময়ে ফেসবুক একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রতিবেদনে জানানো হয়, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে মিথ্যা সংবাদ ছড়িয়ে দিতে রাশিয়ানরা সামাজিক মাধ্যমটি ব্যবহার করেছিল। রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকাও ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেছে বলে অভিযোগ আছে।
সূত্র : ইন্টারনেট
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here