ফেঞ্চুগঞ্জে কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আধাঁরে গাছ চুরি

0
922
ফেঞ্চুগঞ্জে কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আধাঁরে গাছ চুরি

খবর৭১ঃ

ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫০বছরের পুরনো বৃহৎ একটি আকাশী গাছ গত কয়েকদিন পূর্বে রাতের আধাঁরে কিছু দুস্কৃতিকারী চুরি করে নিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী মহল চুরির ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তুু এলাকাবাসী ঐতিহ্যবাহী এই বৃহৎ গাছটি চুরি হওয়ার সংবাদ শুনে চরম ক্ষুব্ধ হয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেবকে গাছ চুরির ব্যাপারে জিগ্যেস করলে-উনি কোন উত্তর না দিয়ে নিরবতা পালন করেন।

এতে বিক্ষুব্ধ এলাকাবাসীর মনে আরো বেশি সন্দেহের উদ্বেগ সৃষ্টি হয়।সচেতন এলাকাবাসীর অভিযোগ বিদ্যালয় পরিচালনা কমিটির  সদস্যবৃন্দের যোগসাজশের মাধ্যমে এই বৃহৎ গাছটি চুরি হয়। উল্লেখ্য গাছটির গোলাই বেড় প্রায় ৮ফুট এবং উচ্চতায় ৮০ ফুট ছিল।যাহার বাজার মূল্য আনুমানিক ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা। এই চুরির ঘটনায় অত্র এলাকার বাসিন্দা, সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভি.পি ও সামাজিক ব্যক্তিত্ব এ.বি.এম.কিবরিয়া ময়নুল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম সাহেবের নিকট গত ২৩ সেপ্টেম্বর ২০১৯ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লিখিত অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here