ফেঞ্চুগঞ্জে এমপির কেন্দ্রে নৌকা ২৭, বিএনপি ১০৩৩

0
225

খবর ৭১ঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর অবস্থান চতুর্থ।

এ উপজেলায় স্থানীয় সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েসের কেন্দ্র দরগাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ২৭ ভোট আর বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী দোয়াত-কলম মার্কা নিয়ে ওহিদুজ্জামান ছুফি পেয়েছেন ১০৩৩ ভোট। যা নৌকার প্রায় ৩৮ গুণ।
স্থানীয় এমপির কেন্দ্রে নৌকার এমন ভরাডুবি এখন উপজেলা জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে স্থানীয় সূত্র জানিয়েছে স্বতন্ত্র প্রার্থী ওহিদুজ্জামান ছুফি এমপি কয়েসের সম্পর্কে ভাগিনা। আর বিজয়ী প্রার্থী নুরুল ইসলাম এলাকায় প্রকাশ্য এমপি বিরোধী হিসেবে পরিচিত।
তাই সেখানে নুরুল ইসলামকে আটকাতে এমপি কয়েস আওয়ামী লীগের প্রার্থী শাহ্ মুজিবুর রহমান জকনের পরিবর্তে আত্মীয় ওহিদুজ্জামান ছুফিকে প্রাধান্য দিয়েছেন। তার ঘনিষ্ঠ কিছু লোকজন নৌকার পরিবর্তে দোয়াত-কলমে ভোট চাওয়ারও অভিযোগ ছিল। ফলে এই কেন্দ্রে নৌকার প্রার্থীর সাথে বিএনপির বহিষ্কৃত নেতার ভোটের এত ব্যবধান হয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এছাড়া এমপি কয়েসের পাশের কেন্দ্রেও নৌকা ও দোয়াত-কলমের ভোটর বড় ব্যবধান দেখা গেছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here