ফুলবাড়ীয়ায় বন্দোবস্তকৃত জমিতে রাতের আঁধারে ঘর উত্তোলন

0
1119

মোঃ আব্দুল হালিম ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গোপিনাথ গ্রামে ভূমিহীনের বন্দোবস্তকৃত জমিতে রাতের আধাঁরে ঘর উত্তোলন করে দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী একটি পরিবার।
গোপিনাথপুর গ্রামে মকবুল হোসেনের পুত্র মনির হোসেন ও নওসের আলীর পুত্র রফিকুল ইসলাম প্রায় ২০ যাবৎ গোপিনাথপুর মৌজায় সরকারী খাস কৃষি জমি ভোগদখল করে আসছে। বন্দোবস্তনের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ২৫ জানুয়ারি ২০১৭ সালে মনির হোসেন ও তার স্ত্রী সেলিনা খাতুন,রফিকুল ইসলাম ও তার স্ত্রী আছমা আক্তারের নামে গোপিনাথপুর মৌজায় ১ নং খতিয়ানের ০১৬১৩ নং দাগে ২৫ শতাংশ করে ৫০ শতাংশ জমি বন্দোবস্ত প্রদান করেন। যার দলিল নং-২৮৮৫, তারিখ ২১/০৯/২০১৭ ইং।
সেই বন্দোবস্তকৃত জমিতে গত ১২ মার্চ দিবাগত রাতে স্থানীয় প্রভাবাশলী আবু তাহের, ইউনুছ আলী,আঃ খালেক, ইউসুব আলী,আব্দুল মালেক ও সরুজ গংরা দেশিয় অশ্রশস্ত্র নিয়ে বন্দোবস্তকৃত জমির হলুদ খেত নষ্ট জোরপূর্বক ছনের ঘর ও টিনের ছাপড়া তুলে। এ খবর পেয়ে মনির ও রফিকুল ইসলামের পরিবার বাঁধা দিতে গেলে তাদের উপর হামলা করা হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন তালুকদারের কাছে লিখিত অভিযোগ করলেও ঘটনার সাথে জড়িত প্রভাবশালীরা ইউনিয়ন পরিষদ কার্যালয় শালিসে হাজির হয়নি বলে জানান স্থানীয় ওয়ার্ড মেম্বার আঃ হালিম।
স্থানীয় রহিমা খাতুন বলেন, মনির ও রফিকুল ইসলাম প্রায় দুইযোগ যাবৎ খাসজমি ভোগদখল করে চাষাবাদ করছে। একবছরের অনেক উপরে হয়েছে সরকার বন্দোবস্ত দেওয়ার পর প্রায় দুই মাস পূর্বে প্রভাবশালী আবু তাহের তার ভাই ভাতিজাদের নিয়ে রাতে বন্দোবস্ত জমিতে ঘর উত্তোলন করে। এঘটনায় স্থানীয় মাতাব্বুরদের কাছে বিচার দিয়েও কোন প্রতিকার পায়নি তারা। রফিকুল ইসলাম বলেন, আমরা নিরিহ মানুষ, দাঁ লাঠি নিয়ে জোর করে আমাদের নামে বন্দোবস্তকৃত জমিতে ঘর উঠিয়ে রাখছে আবু তাহের গংরা। তারা এলাকায় শক্তিশালী হওয়ার কারও কথা মানেনা। চেয়ারম্যান পর্যন্ত তাদেরকে নোটিশ করেছে তাও হাজির হয়না। আবু তাহের বলেন, তারা ( মনির ও রফিক) বন্দোবস্ত নিয়ে আসছে কিনা যানিনা, আমি খাঁস জমি দখল করেছি, যদি বন্দোবস্ত নিয়ে আসে তাহলে আরও জমি আছে সেখানে যাক।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আঃ হালিম বলেন, মনির ও রফিকুল ইসলাম প্রায় দেড়যোগের উপর ধরে ভোগ দখল করছে যানি,সরকার তাদেরকে বন্দোবস্ত দিয়েছে। গরীব ও নিরীহ হওয়ায় তাদের সেই জমি ছনের ঘর ও ছাপড়া ঘর তোলে দখল নেওয়া চেষ্টা করছে আবু তাহেররা। বিষয়টি সমাধানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (স্যার) ও সহকারী কমিশনার ভূমি (স্যার) এর হস্তক্ষেপ প্রয়োজন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here