ফুলবাড়িয়ায় ১৪২ জন ভিক্ষুককে পুনর্বাসন

0
343

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ফুলবাড়িয়া উপজেলার ১৪২ জন ভিক্ষুককে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, দোকন ঘর নির্মাণসহ একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ঋণ প্রদানের ব্যবস্থা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলার ৪৮৫ ভিক্ষুকের মধ্যে বুধবার মোহাম্মদনগর বাজারে ১০ জন ভিক্ষুককে দোকন ঘর, ৪ জন ভিক্ষুককে ভ্যানগাড়ি ও ২৮ জন ভিক্ষুককের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও ভিক্ষুক পুণর্বাসন তহবিল থেকে ২ লাখ ৪০ হাজার টাকা একটি বাড়ি একটি খামার প্রকল্পে জমা দেওয়া হয় ১০০ ভিক্ষুককে ঋণ প্রদানের জন্য।
বুধবার মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় মাঠে ভিক্ষুক পুনর্বাসন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ,এইচ,এম লোকমান, আ’লীগ নেতা এ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফ উজ্জামান, মোঃ শামছুল হক, মোঃ ময়েজ উদ্দিন তরফদার, প্রধান শিক্ষক মোঃ শাহাদত হোসেন প্রমূখ।
গত বছর উপজেলা প্রশাসন ১ লাখ টাকা করে ১২১ জন ভিক্ষুককে নতুন টিনসেট ঘর নির্মাণ করে দিয়েছে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here