ফুটফুটে কন্যাশিশুকে বাঁচাতে বিশ্বজুড়ে বিরল রক্তের সন্ধান

0
371

খবর৭১ঃ ফুটফুটে এক কন্যাশিশুকে বাঁচাতে বিশ্বজুড়ে চলছে বিরল রক্তের সন্ধান। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা জয়নব মুগলের ২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত।

চলতি বছরের প্রথম দিকে জয়নবের দেহে নিউরোব্লাস্টোমা নামে এক রোগ ধরা পড়ে, যা খুবই বিরল এবং আগ্রাসী ধরনের ক্যানসার।

শিশুটির রক্তের গ্রুপ এতই দুর্লভ যে তার চিকিৎসার জন্য রক্ত পেতে শুরু হয়েছে এক বিশ্বব্যাপী অভিযান। কারণ শিশুটির রক্তের লোহিতকণিকায় ইন্ডিয়ান বি নামের একটি অ্যান্টিজেন নেই। এ রক্ত পাওয়া যাবে শুধুমাত্র ভারতীয়, পাকিস্তানি বা ইরানিদের মধ্যে; যাদের রক্তের গ্রুপ ‘ও’ বা ‘এ’।

ইতিমধ্যে ১ হাজার লোকের রক্ত পরীক্ষা করা হয়েছে। তবে শিশুটিকে রক্ত দিতে পারবে এমন তিনজনের সন্ধান পাওয়া গেছে।এর মধ্যে রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া গেছে মাত্র দুজন দাতা; আর যুক্তরাজ্যের একজন।

কেমোথেরাপির ফলে জয়নবের টিউমারের আকার ইতিমধ্যেই ছোট হয়ে আসছে, কিন্তু তার আরও হাড়ের মজ্জার প্রতিস্থাপন দরকার হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির চিকিৎসার জন্য ৭ থেকে ১০ জন দাতা প্রয়োজন। ওয়ানব্লাড নামে একটি প্রতিষ্ঠান জয়নবের জন্য এখন বিশ্বের নানা দেশে রক্তের অনুসন্ধানের নেতৃত্ব দিচ্ছে।

ওয়ানব্লাডের ফ্রিডা ব্রাইট বলছেন, জয়নবের রক্ত এতই বিরল যে গত ২০ বছরে আমি প্রথম এ রকম ঘটনা দেখলাম।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here