ফিলিস্তিনের ২০ কোটি ডলার সহযোগিতা বাতিল করলো যুক্তরাষ্ট্র

0
249

খবর৭১ঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের জন্য আর্থিক সহযোগিতা থেকে ২০ কোটি ডলারের বেশি তহবিল বাতিল করার নির্দেশ দিয়েছেন।

শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে এই তহবিল যাতে ব্যয় করা হয় সেজন্য পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়। সেই ধারাবাহিকতায় গাজা ও পশ্চিম তীরে তহবিল বাতিল করে চলেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা থেকে আগেই ৬৫ মিলিয়ন ডলার বরাদ্দ প্রত্যাহার করে ট্রাম্প প্রশাসন। গত জুনে ফিলিস্তিনিদের আরেকটি সহযোগিতাও বাতিল করে দেশটি।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় কোনো শান্তি আলোচনায় তারা অংশ নেবেন না।
খর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here