ফরিদপুর বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ২,ঢাকা খুলনা মহাসড়ক যানচলাচল বন্ধ

0
299

খবর ৭১ঃ ফরিদপুর বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলীর পূর্বগঙ্গাবর্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও দু’জন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, আজ ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর পূর্বগঙ্গাবদী এলাকায় ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাস মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আমরা ঘটনাস্থলে এসে আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছি।
তিনি বলেন, এদের মধ্যে নিহত ট্রাকের ড্রাইভার মাগুরার বাসিন্দা ইসলামের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো জানাযায়নি।

এদিকে ঢাকা-খুলনা মহাসড়ক সকল ধরনের যানচলাচল বন্ধ থাকায় ঈদের ছুটিতে ঘড় ফেরা মানুষের চরম দুভোর্গের মধ্যে পড়তে হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে রাস্তার ওপর পড়ে থাকা বাস-ট্রাককে সরানোর কাজ শুরু করেছে পুলিশের একটি রেকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here