ফণীর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে নিহত ৯ জন

0
308

খবর ৭১ঃ কিশোরগঞ্জ, নেত্রকোনা, বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে এক শিশুসহ নয় জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। আর বাগেরহাটে ঝড়ে গাছ পড়ে মারা যান এক নারী।

স্থানীয় পুলিশের ভাষ্য, ৩ মে, শুক্রবার দুপুর থেকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝড়ো হাওয়াসহ তুমুল বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মাঠে কাজ করার সময় কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ইটনা ও মিঠামইনে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়। একই সময়ে মাঠে গরু আনতে গিয়ে সুমন মিয়া নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়। এ ছাড়া সন্ধ্যায় বজ্রপাতে মারা যান আরও দুজন।
এদিকে, নেত্রকোনার গোবিন্দ্রশ্রী হাওরে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটে গাছ পড়ে মারা গেছেন এক নারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here