প্লিজ এখন কেউ বনানীতে যাবেন না: মাশরাফি

0
363

খবর৭১ঃরাজধানীবাসীর উদ্দেশে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, বনানীর আগুন নেভাতে আপনিও ভূমিকা রাখতে পারেন। প্লিজ স্পটের কাছেও যাবেন না। টিভিতেই দেখেন। এটাই হবে আপনার সবচেয়ে বড় ভূমিকা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের অফিসিয়াল টুইটারে এক বার্তায় এসব কথা বলেন মাশরাফি।

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে অন্তত ১৯জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। আগুনের এই সংবাদ শুনে অনেকেই ঘটনাস্থালে উপস্থিত হন। এতে করে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে।

সাধারণ জনগণ ভিড় করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত বাহিনীর কাজ করতে সমস্যায় পড়তে হয়। রাস্তায় অতিরিক্ত লোকজন থাকায় ঘনাস্থল থেকে আহত মানুষদের উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে সময় নষ্ট হয়।

বিষয়টি নিয়ে সচেতনতা তৈরির জন্য টাইগার অধিনায়ক ও বর্তমান জাতীয় সংসদের অন্যতম এ তরুণ সদস্য এসব কথা বলেন।

এর আগে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজ নিজের অফিসিয়াল ফেসবুকে লেখেন, আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।

এর কিছু সময় আগেই বনানীর ঘটনায় আহতদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এর ব্যাপকতা বাড়ে এবং ১১ তলা পর্যন্ত বিস্তার লাভ করে। টাওয়ারের ভেতরে অসংখ্য লোকজন বন্দি আছেন। উদ্ধারে কাজ করছেন বিমান-নৌ বাহিনীর সদস্যরাও। ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার।

এদিকে বনানীর ঘটনায় অন্য ক্রিকেটাররাও শোক জানিয়েছেন। জাতীয় দলের পেসার রুবেল লেখেন, ঢাকা বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here