প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ২৪ মে

0
572

খবর৭১ঃ কয়েক বার পেছানোর পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এবার চার ধাপে এই পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা আগামী ২৪ মে থেকে শুরু হবে।

অধিদফতর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ২০১৮ সালের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চার ধাপে পর্যায়ক্রম অনুষ্ঠিত হবে। আগামী ২৪ ও ৩১ মে এবং ১৪ ও ২১ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জমা নেওয়া হয়। আবেদন পড়েছে ২৪ লাখের বেশি। ১২ হাজার পদের বিপরীতে এই আবেদন জমা পড়ে।

বর্তমানে সারা দেশে প্রায় ৬৪ হাজার ৮২০ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষক শূন্য রয়েছে। এ কারণে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here