প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশের দেশের কল্যানে ব্যয় করছেন –পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান

0
266

ট্রাস্টেও বৃত্তি বিতরন

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর,
জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ১৯তম বৃত্তি বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর শমসর আলী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত বৃত্তি বিরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন প্রবাসী বাংলাদেশীরা মুক্তিযুদ্ধকালীন সময় ব্রিটেনে গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছেন। প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশের কল্যানে ব্যয় করছেন। তিনি ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের এ মহতি উদ্যোগের ভূয়শী প্রশংসা করে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এম এম নুরের সভাপতিত্বে ও ট্রাস্টের জেনারেল সেক্রেটারী হাসনাত আহমদ চুনুর পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আব্দুল হালিম, ,ট্রাস্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান এম এ আহাদ, সাবেক জেনারেল সেক্রেটারী মহিব চৌধুরী, সাবেক জেনারেল সেক্রেটারী মুজিবুর রহমান মুজিব, প্রতিষ্টাতা ট্রাস্টি নুরুল হক লালা মিয়া, ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান এখলাছুর রহমান, ভাইস চেয়ারম্যান ড. সানাওয়ার ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদির, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদুর রহমান,ভাইস চেয়ারম্যান সাদিকুর রহমান কোরেশী, কার্যনির্বাহী সদস্য আব্দুল মুকিত চৌধুরী এম বি ই, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াছ, ট্রাস্টি মোহাম্মদ আব্দুল নুর, ট্রাস্টি কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল হাশিম, সাবেক ট্রেজারার আব্দুল শহিদ, ট্রাস্টি মো: আব্দুল মছব্বির দুলু, ট্রাস্টি মো: আব্দুল হাই আজাদ, ট্রাস্টি মোতাহার হোসেন তারা মিয়া, ট্রাস্টি ছমির আলী, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংবাদিক সানোয়ার হাসান সুনু প্রমূখ। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সুনামগঞ্জের পরিচালক উপ-সচিব এমরান হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো: হুমায়ুন কবির, সাধারন সম্পাদক রিয়াজ রহমান, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া প্রমূখ। পরে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সনদ তুলে দেন মন্ত্রী এম এ মান্নান। ট্রাস্ট কর্তৃক উচ্চ শিক্ষা গ্রহনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ছাত্র মো: আমির হোসেন, মো: ইমাদ উদ্দিন আকাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহরিমা আক্তার রুমী ও ইমাদ ্উদ্দিনকে চেক প্রদান করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here