প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে কারাগারে রাবি শিক্ষার্থী

0
469

খবর৭১ঃ শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে তাকে আটক করা হয়।

মাহাবুব আলম বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি পবা উপজেলার কাঁঠালপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে।

এ বিষয়ে পবা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে পারিলা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মিনারুল ইসলাম সোমবার বিকেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মাহাবুবের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিভাগের সভাপতি ড. খন্দকার এনামুল হক বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। এমন কোনও তথ্য আমার কাছে নেই। তাছাড়া ওই শিক্ষার্থীর পরিবার থেকেও আমাদের অবগত করা হয়নি।

অন্যদিকে, গ্রেফতারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানও অবগত নন বলে জানান।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here