প্রত্যেক এমপির জন্য ২০ কোটি টাকার প্রকল্প

0
460
প্রত্যেক এমপির জন্য ২০ কোটি টাকার প্রকল্প

খবর৭১ঃ
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের সুপারিশে দেশের প্রতিটি নির্বাচনী এলাকার উন্নয়নে ২০ কোটি টাকার আরও একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ নামে একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন। প্রকল্পটি অনুমোদিত হলে নির্বাচনী এলাকা ভিত্তিক বরাদ্দ প্রদান করা হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে আজ টেবিলে উত্থাপিত মোহাম্মদ এবাদুল করিম (ব্রাক্ষ্মণবাড়িয়া-৫) ও মহিলা এমি বেগম নাজমা আকতারের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম আরও বলেন, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ সাপেক্ষে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ প্রকল্প চলমান আছে, যা জুন ২০২০ সমাপ্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here