প্রতারণা করে মোবাইল ক্রয়, গ্রেপ্তার ২

0
376

খবর৭১:অনলাইনে বিল পরিশোধ করার নামে জালিয়াতি চক্রের হদিশ মিলেছে হাওড়ায়। হাওড়ার ব্যাঁটরা থেকে এই চক্রের দুইজনকে পুলিশ শুক্রবার রাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিবেক গুপ্তা ও রঞ্জিৎ যাদব। এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে।

পুলিশ সূত্রে জানা যায়, এরা গত বৃহস্পতিবার একটি মোবাইলের দোকানে এসে কয়েক হাজার টাকা মূল্যের একটি মোবাইল কিনে। এ সময় তিন যুবক এসেছিল ওই দোকানে। মোবাইল দোকানের মালিক সে সময় উপস্থিত ছিলেন না।

অভিযুক্ত ক্রেতারা পেটিএমের সাহায্যে বিল মিটিয়ে মোবাইল নিয়ে চলে যায়৷ পরে দোকান মালিক এসে দেখেন তাঁর অ্যাকাউন্টে কোনো টাকাই আসেনি। তিনি সঙ্গে সঙ্গে অন্যান্য মোবাইলের দোকানে বিষয়টি জানান৷ তখন বিভিন্ন মোবাইল দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় এরা অন্য দোকানেও একইভাবে মোবাইল কিনতে এসেছিল।

এরপর শুক্রবার কদমতলা এলাকায় অন্য একটি দোকানে ওই যুবকরা মোবাইল কিনতে এলে কর্মীরা সিসিটিভির ফুটেজ মিলিয়ে এদের শনাক্ত করেন। হাতেনাতে এক যুবক ধরা পড়ে যায়।

তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাতে আরও এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে মোবাইল দোকানের মালিক লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার দুপুরে এদের হাওড়া আদালতে তোলা হয়। পেটিএমে টাকা পরিশোধের নামে প্রতারণার কথা শুনেই নড়েচড়ে বসে পুলিশ। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র: ইন্টারনেট
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here