পোল্ট্রি সেক্টরে সুশাসন প্রকল্পের উদ্যোগে জেলা প্রাণী সম্পদ অফিসের সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

0
267

খবর ৭১ঃ চট্টগ্রামে ক্যাব’র পোল্ট্রি সেক্টরে সুশাসন প্রকল্পের উদ্যোগে জেলা প্রাণী সম্পদ অফিসের সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত।
নিরাপদ পোল্ট্রি মাংশ নিশ্চিতে মাঠ পর্যায়ে খামারী ও পোল্ট্রি ফিডের মান তদারকিতে ব্যবস্থা নেয়া হবে।

খাদ্যে ভেজাল রোধ, সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহ ভোক্তা অধিকার(অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, নিরাপদ সড়ক) বিষয়ে একাদশ জাতীয় নির্বাচনে বৃহৎ রাজনৈতিক দলগুলি নির্বাচনী ইশতেহারে উপেক্ষিত হলেও মানুষ প্রতিনিয়তই এ ধরনের সমস্যায় জর্জরিত ও নাগরিক জীবন বিপর্যস্ত। এ অবস্থায় নাগরিকদের এ সমস্ত দাবি আদায়ে সোচ্চার হতে হবে। একই সাথে তৃনমূল পর্যায়ে আমিষের মূল যোগানদাতা পোল্ট্রি মাংশের মান নিশ্চিতে খামারী, পোল্ট্রি ফিড বিক্রিতে জেলা প্রাণী সম্পদ অফিস, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই ও ক্যাব সমন্বয়ে মাঠ পর্যায়ে যৌথ মনিটরিং ও তদারকি জোরদার করা হবে। পোল্ট্রি বিষয়ে সচেতনতা সৃষ্ঠিকল্পে চিকিৎসা পেশায় নিয়োজিত চিকিৎসক, বিশেষজ্ঞদের নিয়ে বৈজ্ঞানিক সেমিনার, সিটিকর্পোরেশনের ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা কর্মসূচি পরিচালনার সিদ্ধান নেয়া হয়েছে। চট্টগ্রামে ২৩ ডিসেম্বর ২০১৮ইং নগরীর খুলসীস্থ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ক্যাব’র পোল্ট্রি সেক্টরে সুশাসন প্রকল্পের উদ্যোগে জেলা প্রাণী সম্পদ অফিসের সাথে অনুষ্ঠিত অ্যাডভোকেসী সভায় উপরোক্ত সিদ্ধান্ত গৃহিত হয়। ইউকে এইড, বৃটিশ কাউন্সিলের সহায়তায় প্রকাশ প্রকল্পের কারিগরী সহযোগিতায় পোল্ট্রি সেক্টরে সুশাসন প্রকল্প, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক জসিম, আলোচনায় অংশনেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, থানা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ সেতু ভুষণ দাশ, ডাঃ জাকিয়া আকতার, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব পাঁচলাইশের সায়মা হক, সেলিম জাহ্ঙ্গাীর, ক্ষুদ্র খামারী মোঃ মোসলেম উদ্দীন, রুখসানা আখতারুন্নবী, মোহাম্মদ যোবায়ের, পোল্ট্রি খাদ্য আড়তদার আবদুর রহমান, ক্ষুদ্র পোল্ট্রি খাদ্য বিক্রেতা মোঃ নরুল ইসলাম, মুরগি বিক্রেতা তাসনুর বেগম ও ক্যাব আইবিপি প্রকল্পের মাঠ সমন্বয়কারী জগদীস চন্দ্র রয় প্রমুখ।

সভায় নিরাপদ খাদ্য বিশেষ করে পোল্ট্রি মাংশ ও ডিম বিষয়ে গণসচেতনতা সৃষ্ঠি কল্পে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, খামারী, খাদ্য বিক্রেতা, মুরগি বিক্রেতা পর্যায়ে আরও সচেতনতামুলক কর্মসুচির আয়োজন করা, ঘোষনা দিয়ে গরু, ভেড়া, মহিশের মাংশ বিক্রিতে মডেল বিক্রেতা তৈরীতে উৎসাহিত করা, খুচরা মুরগি বিক্রিতে স্বাস্থ্যসম্মত মডেল বিক্রয় কেন্দ্র স্থাপনে উৎসাহিত করাসহ বাজারে মুরগি বিক্রিতে স্বাস্থ্যসম্মত পরিবেশ উন্নয়নসহ বেশ কিছু উদ্যোগ নেবার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও পোল্ট্রি সেক্টরে নিরাপদ পোল্ট্রি খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন, জেলা প্রাণী সম্পদ অফিস ও বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি আরও জোরদার করার সুপারিশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here