পেকুয়ায় উগ্রবাদ ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনে ইমামদের ভুমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
313

এফ এম সুমন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
পেকুয়ায় জঙ্গিবাদ ও উগ্রবাদ মুক্ত সমাজ গঠনে ইমামদের (ধর্মীয় নেতাদের) ভুমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে সোমবার কোডেক তরুণ আলোর আয়োজনে পেকুয়া উপজেলা পরিষদের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাছান, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, শহীদ জিয়া বিএমআই ইনষ্টিটিউটের অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরী। প্রশিক্ষণ বিষয়ে দিক নির্দেশনা দেন কোডেক তরুণ আলোর প্রকল্প সমন্বয়কারী কামরুল ইসলাম ও কোডেক তরুণ আলোর পেকুয়ার দায়িত্বশীল নাজমুল ইসলাম। প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ইসলাম ধর্মে কোন জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যে জঙ্গিবাদে বিশ্বাস করেনা এব্যাপারে ধর্মীয় নেতাদের গুরুত্বের সাথে বিষয়টি সমাজে আলোচনা করতে হবে। ইমামদের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার ও অনুরোধ জানানো হয়।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here