পুলিশের হাতে ধর্ষিত তরুণীকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান কেন নয়: হাইকোর্ট

0
535

খবর৭১ঃমানিকগঞ্জের দুই পুলিশের হাতে ধর্ষণের শিকার তরুণীকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ডাক বাংলোতে তরুণী ধর্ষণের ঘটনায় সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মানিকগঞ্জের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার এবং সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহসহ সংশ্লিষ্ট আটজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।

পরে ব্যারিস্টার মো. আব্দুল হালিম বলেন, ধর্ষণে অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এ কারণে আদালত এ বিষয়ে কোন আদেশ দেননি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here