পাসে শীর্ষে রাজশাহী, সর্বনিম্নে সিলেট

0
308

খবর৭১ঃ এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষায় পাসের হারে শীর্ষে অবস্থান করছে রাজশাহী শিক্ষা বোর্ড। অপর দিকে পাসের হারে সর্ব নিম্নে অবস্থান করছে সিলেট শিক্ষা বোর্ড।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রীর হাতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ফলাফলের কিছু অংশ তুলে ধরেন।

প্রকাশিত ফলাফল দেখা গেছে, ৯১ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে রাজশাহী বোর্ডে, যা এবারের যেকোনোও বোর্ডের চেয়ে বেশি। গতবার রাজশাহী বোর্ডে পাস করেছিল ৮৬ দশমিক ০৭ শতাংশ। শিক্ষানগরী খ্যাত রাজশাহী গতবারও শীর্ষে ছিল।

অপর দিকে ৭০ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে সিলেট বোর্ডে, যা এবারের যেকোনোও বোর্ডের চেয়ে কম। গতবার এই বোর্ডে পাস করেছিল ৭০ দশমিক ৪২ শতাংশ। গতবারও সিলেট পাসের দিক দিয়ে সর্বনিম্নে ছিল।

এছাড়া অন্যান্য বোর্ডের পাসের হার
যশোর বোর্ডের পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ। গতবার এই বোর্ডের পাসের হার ছিল ৭৩ দশমিক ৬৭ শতাংশ।
কুমিল্লা বোর্ডের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। গতবার এই বোর্ডের পাসের হার ছিল ৮০ দশমিক ৪০ শতাংশ।
দিনাজপুর বোর্ডের পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ। গতবার এই বোর্ডের পাসের হার ছিল ৭৭ দশমিক ৬২ শতাংশ।
ঢাকা বোর্ডের পাসের হার ৭৯ দশমিক ৬২ শতাংশ। গতবার এই বোর্ডের পাসের হার ছিল ৮১ দশমিক ৪৮ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ। গতবার এই বোর্ডের পাসের হার ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ।
বরিশাল বোর্ডের পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ। গতবার এই বোর্ডের পাসের হার ছিল ৭৭ দশমিক ১১ শতাংশ।

এছাড়াও মাদরাসা বোর্ডের পাসের হার ৮৩ দশমিক ০৩ শতাংশ। গতবার এই বোর্ডের পাসের হার ছিল ৭০ দশমিক ৮২ শতাংশ।
কারিগরি বোর্ডের পাসের হার ৭২ দশমিক ২৪ শতাংশ। গতবার এই বোর্ডের পাসের হার ছিল ৭১ দশমিক ৯৬ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here