পালিয়ে বিয়ে করলে শেল্টার দেবে পুলিশ

0
986

খবর৭১ঃ আমাদের সমাজে প্রেম কিংবা পালিয়ে বিয়ে করাকে পরিবার ও সমাজের চোখে অন্যায় ভাবা হয়। কোনও প্রেমিক যুগল যদি এমনটি করেও তবে তাদের অনেক ক্ষেত্রে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়। বাবা-মা সহজভাবে মানতে চায় না।

কিন্তু এবার ঘোষণা দেয়া হলো- কেউ যদি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে তবে তাদের আশ্রয় পুলিশ।

ভারতের রাজস্থান সরকারের পুলিশ দফতর এমন ঘোষণাই দিয়েছে।

এমন খবর শুনে যেকোনও প্রেমিকযুগল নিশ্চিতভাবেই খুশি হবেন।।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজস্থান সরকারের পুলিশ সদর দফতর পলাতক দম্পতিদের জন্য ‘শেল্টার হোম’ তৈরির করার পরিকল্পনা করছে।

রাজস্থান পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জঙ্গা শ্রীনিবাস রাও জানান, পলাতক দম্পতিদের যাতে কোনও বিপদে পড়তে না হয় সে কারণেই এই শেল্টার হোমের ভাবনা মাথায় নিয়ে কাজ করছেন  তারা।

এরইমধ্যে পুলিশের সদর দফতর থেকে রাজ্যের সব জেলার পুলিশকে এমন সমস্যায় পড়া সদ্য বিবাহিতদের সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানিয়েছেন, পালিয়ে বিয়ে করা এমন দম্পতিদের জন্য তারা সব পুলিশ রেঞ্জ ও জেলা স্তরে সিনিয়র মহিলা পুলিশ অফিসারও মোতায়েন করবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here