পাবনায় ৩ পুলিশ হত্যায় ৮ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

0
250

খবর৭১ঃ পাবনার বেড়া উপজেলার ঢালারচরে চাঞ্চল্যকর তিন পুলিশ হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা সবাই স্থানীয় চরমপন্থি দলের সদস্য। এছাড়া একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক অনুপ কুমার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু।

তিনি জানান, মামলায় মোট ১৫ জন আসামি ছিলো। এর মধ্যে চার আসামি গত বছর ক্রসফায়ারে নিহত হন। বাকি ১১ আসামির মধ্যে আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে দুইজন এখনো পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে ২০ জুলাই সন্ধ্যার দিকে ঢালারচর পুলিশ ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য ফাঁড়িতে ফেরার সময় চরমপন্থিরা আক্রমণ করে। নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা সর্বহারা পার্টির সন্ত্রাসীদের এলোপাতারি গুলিতে ঢালাচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কফিল উদ্দিন (৫০), নায়েক ওয়াহেদ আলী (৩৫) ও কনস্টেবল শফিকুল ইসলাম (৩৫) নিহত হোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here