পানি কমার সঙ্গে সঙ্গেই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে : এনামুল হক শামীম

0
261

শরীয়তপুর প্রতিনিধি:
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, পানি কমার সঙ্গে সঙ্গেই পদ্মার ভাঙনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী নড়িয়ার মানুষকে ভালবাসেন, নড়িয়ার মানুষের পাশে আছেন। তাই শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মার ভাঙনের সর্বশেষ অবস্থা জানানোর পর তিনি তাৎক্ষণিকভাবে মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পানিসম্পদ সচিব ও পাউবোর কর্মকর্তাদের গণভবনে ডাকেন। নড়িয়াকে ভাঙনের হাত রক্ষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। ওই নির্দেশনার পরপরই আজ পানিসম্পদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন। রবিবার সকালে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, নড়িয়ার ইউএনও সানজিদা ইয়াসমিন, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওহাব বেপারী, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, সহ-সম্পাদক সৈয়দ হেমায়েত হোসেন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, জেলা পরিষদের সদস্য আলী আহম্মেদ কাজী, আলমগীর হোসেন, মিজানুর রহমান আলম, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান ডিএম শাহজাহান সিরাজ, কেদারপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, নড়িয়া পৌরসভা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব প্রমুুুখ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here