পাইকগাছায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

0
254

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছার ১৬৩ নং আসাননগর গুয়াছোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে স্লিপের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার লতা ইউনিয়নের ১৬৩নং আসাননগর গুয়াছোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে চলতি অর্থবছরে ¯িপের ৪০ হাজার টাকা বার্ষিক বরাদ্দ করা হয়। উক্ত টাকা প্রধান শিক্ষক পরিতোষ কুমার মলিক সভাপতির স্বাক্ষর জাল করে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি অমিতাভ মন্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রধান শিক্ষকের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক পরিতোষ কুমার জানান, সভাপতির পিতা অসুস্থ্য থাকায় ¯িপের টাকা থেকে আমি পর্যায়ক্রমে কাজ করেছি। তার আন্তরিকতার অভাবের কারণে সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here