পাইকগাছায় সাংবাদিকদের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

0
326

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও দৈনিক খুলনা পত্রিকার সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান মিল্টনের উপর হামলা ও দায়েরকৃত মিথ্যা ও হয়রানীমূলক মামলার প্রত্যাহারের প্রতিবাদে পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার সকালে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক। বক্তব্য রাখেন, পাইকগাছা সরকারি কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সুন্দরবন বার্তা সম্পাদক মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি হেদায়েত আলী টুকু, ইমদাদুল হক, বি সরকার, রবিউল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায় ও আবুল হাশেম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে খুলনা ল সম্পাদকের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here