পাইকগাছায় প্রতিপক্ষের বাঁধার কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে মহানামযজ্ঞ অনুষ্ঠান

0
289

আমিনুল ইসলাম বজলু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় রবীন্দ্রনাথ বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে মন্দিরের কাজে বাঁধা প্রদান, যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও কর্মরত শ্রমিকদেরকে মারপিটের হুমকি প্রদান করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, গদাইপুর শ্রীশ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম মন্দিরের জায়গা নিয়ে একই এলাকার মৃত মনিন্দ্র নাথ বিশ্বাসের ছেলে রবীন্দ্রনাথ বিশ্বাস গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। মন্দির কমিটি বার্ষিক মহানামযজ্ঞ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রস্তুতির অংশ হিসেবে কয়েকজন শ্রমিক রোববার মন্দিরের মাঠ ও আশপাশ এলাকা পরিস্কার ও মাটি ভরাটের কাজ করতে থাকে। অভিযোগ উঠেছে, রবীন্দ্রনাথের লোকজন দুপুরের দিকে মন্দিরে যাতায়াতের রাস্তায় গাছ-পালা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ সহ কর্মরত শ্রমিকদের উপর মারপিট করার হুমকি দেয়। এ ধরণের বাঁধার করাণে বার্ষিক মহানামযজ্ঞ অনুষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি রতন কুমার ভদ্র বাদি হয়ে রবীন্দ্রনাথ বিশ্বাস সহ ৪ জনকে বিবাদী করে থানায় অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here