পাইকগাছায় কপোতাক্ষের ভয়াবহ ভাঙ্গনে হুমকির মুখে ওয়াপদার বেড়িবাঁধ

0
289

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় কপোতাক্ষের ভয়াবহ ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে হরিঢালীর মামুদকাটী খেঁয়াঘাট সংলগ্ন ওয়াপদার বেড়িবাঁধ। ভাঙ্গন রোধ করা না গেলে যে কোন মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নদীগর্ভে বিলিন হয়ে বিস্তির্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে ও সরেজমিন গিয়ে জানাযায়, উপজেলার হরিঢালী ইউনিয়নের মামুদকাটী খেঁয়াঘাট সংলগ্ন এলাকায় কপোতাক্ষের ভয়াবহ ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে ওয়াপদার বেড়িবাঁধ। ইউপি সদস্য কুমারেশ দে জানান, সাবেক ইউপি সদস্য নির্মলের বাড়ি থেকে মামুদকাটী খেয়াঘাট সংলগ্ন শ্বশান ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। পার্শ্ববর্তী পাখিমারা বিলে টিআরএম পদ্ধতি চালু করায় কপোতাক্ষে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। আর এ স্রোতের কারণে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙ্গনরোধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ করেন স্থানীয় এ জনপ্রতিনিধি। মামুদকাটীর সব্ব বিশ্বাস জানান, বাপ-দাদার আমল থেকে আমরা এ গ্রামে বসবাস করে আসছি। কপোতাক্ষের প্রবল স্রোতে যেভাবে ভাঙ্গন সৃষ্টি হয়েছে তাতে মনে হচ্ছে কিছুদিন পর আমরা আর এখানে বসবাস করতে পারবো না। মানিক বিশ্বাস জানান, ভাঙ্গনে প্রতিদিন বিশাল বিশাল অংশ বিশেষ নদী গর্ভে চলে যাচ্ছে। ইতোমধ্যে ওয়াপদার বাইরে সকল জমি নদীতে চলে গেছে। শংকর বিশ্বাস জানান, মামুদকাটী খেয়াঘাট থেকে প্রায় ১ কিলোমিটার ওয়াপদার বাঁধ এখন অত্যান্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙ্গন এখন ওয়াপদার বাঁধের ধারে চলে এসেছে। যেকোন মুহূর্তে বাঁধ নদীগর্ভে চলে যেতে পারে। এলাকাবাসীর দাবি অতিদ্রুত ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে ভাঙ্গনের যে তীব্রতা তাতে যে কোন সময়ে ওয়াপদার বাঁধ নদীগর্ভে বিলিন হয়ে মামুদকাটী, সোনাতনকাটী, হরিঢালী, নোয়াকাটী, দক্ষিণ সলুয়া ও রামনাথপুর সহ বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন এলাকাবাসী।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here