পলাশবাড়িতে ভূয়া মালিকানায় জমিদাতা অতঃপর বিদ্যালয় স্থাপন

0
375

খবর৭১:আবু বক্কর সিদবদিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় ভূয়া মালিকানায় জমিদাতা হিসেবে আন্দুয়া প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পর নানান অপকৌশলে জাতীয়করণের ব্যাপারে বিতর্কের সৃষ্টি হয়েছে। এনিয়ে বিজ্ঞ আদালতে জমির প্রকৃত মালিকানা দাবী করে একটি মামলা চলমান রয়েছে।
জানা যায়, জালিয়াতির মাধ্যমে খাস খতিয়ানভূক্ত ১২শতক জমির মালিকানা দেখিয়ে স্থানীয় টাউটবাজ জনৈক আব্দুস সালাম সরকার নিজেকে দাতা দেখিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠার নামে চাকরি বাণিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের তদন্ত প্রতিবেদন উপেক্ষা বিদ্যালয়টি জাতীয়করণ হয়। এদিকে, জমির প্রকৃত মালিকানা দাবী করে ২০১৫ সালের ৮ জুন বিজ্ঞ পলাশবাড়ি সিনিয়র সহকারী জজ আদালতে অন্য ৬৮/১৫ নম্বর বিশিষ্ট একটি মামলা আনয়ন করা হয়। উক্ত মামলায় ভূয়া দাতা আব্দুস সালাম সরকারসহ শিক্ষা বিভাগের ২৭ জনকে বিবাদী করা হয়েছে বলে জানা গেছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here