পলাশবাড়িতে অটোরিক্সায় সন্তান প্রসব

0
224

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা না পেয়ে অটোরিক্সায় সন্তান প্রসব করেছেন অন্তঃসত্বা এক গৃহবধূ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আন্দুয়া গ্রামের মহেদুল ইসলামের স্ত্রী (২৫)’র প্রসব ব্যাথা ওঠে। এসময় তাকে গুরুতর অসুস্থ অবস্থায় নিজের অটোরিক্সায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন স্বামী মহেদুল। সেখানে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসককে সেবা দিতে অনুরোধ জানান। জরুরী বিভাগে দায়িত্বরত সংশ্লিষ্টদের উদাসীনতায় চিকিৎসা সেবা পেতে ব্যর্থ হলে অটোরিক্সাতেই ছেলে সন্তান প্রসব করেন ঐ গৃহবধূ।
প্রসূতিকে সেবা না দিয়ে প্রাইভেট ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেয়ার বিষয়টি অস্বীকার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা- ডাঃ ওয়াজেদ আলী জানান, অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here