পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে

0
316

খবর ৭১: পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে।

বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হয়।

স্কোর: পর্তুগাল ১ : ২ উরুগুয়ে

বিদায় ক্রিস্টিয়ানো রোনালদো: লিওনেল মেসির পর ক্রিস্টিয়ানো রোনালদোও বিশ্বকাপ ছিটকে গেলেন। নক আউট পর্বের দ্বিতীয় ম্যাচে শনিবার রাতে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বীতাই গড়তে পারেনি পর্তুগাল। একাধিক সুযোগ তৈরি করলেও মাত্র একবার উরুগুয়ের রক্ষণ ভাঙতে পারেন তারা। উরুগুয়ের হয়ে জয়সূচক দুটি গোলই করেন কাভানি। সুয়ারেজকে নিয়ে আলোচনা থাকলেও কাভানিই বড় ব্যবধান গড়ে দেন।

কাভানি আবার এগিয়ে নিলেন উরুগুয়েকে: পর্তুগাল সমতায় ফেরার ৭ মিনিট পর আবার এগিয়ে গেল উরুগুয়ে। এবারও গোল করেছেন কাভানি। পিএসজির এ স্ট্রাইকারের ডানপায়ের কোনাকুনি শট খুঁজে পায় পর্তুগালের জাল।

পেপের হেডে সমতায় পর্তুগাল: রাফায়েল গুয়েরিওর ক্রস থেকে হেড দিয়ে উরুগুয়ের জালে বল পাঠান পর্তুগালের ডিফেন্ডার পেপে। তার গোলে সমতায় ফিরল পর্তুগাল। ম্যাচের ৫৫ মিনিটে গোল করেন পেপে।

প্রথমার্ধে এগিয়ে উরুগুয়ে: কাভানির গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় উরুগুয়ে। প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি পর্তুগাল। উরুগুয়ের দেয়াল ভাঙতে পারেননি রোনালদোরা।

কাভানির গোলে লিড নিল উরুগুয়ে: মাত্র ৭ মিনিটে পর্তুগালের রক্ষণ দূর্গ ভাঙল উরুগুয়ে। লুইস সুয়ারেজের ক্রস থেকে অসাধারণ এক হেডে গোল করেন কাভানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here