পরিবেশ দূষণ মোকাবিলা করতে নেপালকে সাহায্য করছে চীন

0
593

খবর৭১:পরিবেশ দূষণ মোকাবিলা করতে নেপালকে সাহায্য করছে চীন। ৩২ হাজার সোলার পাওয়ার জেনারেটিং সিস্টেম দিয়ে নেপালকে পরিবেশ রক্ষার উদ্যোগে সাহায্য করবে তারা।

জিনহুয়া সংবাদসংস্থা জানিয়েছে, নেপালকে ৩২৫টি সোলার পাওয়ার জেনারেটিং সিস্টেম, ব্যাটারি, কনট্রোলার, এলইডি বাল্ব ইত্যাদি দেওয়া হয়েছে। নেপালের শক্তি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাম প্রসাদ লামসাল জানান, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে লড়াইয়ে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছে চীন। এই সৌরপ্যানেলগুলি বিলি করে এইপিসি বা অলটারনেটিভ এনার্জি প্রমোশন সেন্টার।

মূলত এদের কাজ ২০১৫ সালের নেপালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা। কমিউনিটি স্কুল, বিভিন্ন গ্রাম, স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় প্রশাসনের দপ্তরে এই সোলার সিস্টেম ব্যবহার করা হবে। যাতে বিদ্যুতের অভাবে প্রয়োজনীয় কাজে বাধা না পড়ে। তা ছাড়া এরফলে সাশ্রয় করা যাবে ও পরিবেশবান্ধব হওয়ায় নেপালের মানুষদের ভবিষ্যতও সুরক্ষিত করা যাবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here