পদ্মা সেতুর ২ কিলোমিটার দৃশ্যমান হবে শনিবার

0
361

খবর৭১ঃ পদ্মা সেতুর ১৩তম স্প্যান ১৫ নম্বর খুঁটির সামনে এনে প্রস্তুত রাখা হয়েছে। এটি শনিবার বসছে। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা হয় স্প্যানটি। সোয়া ১১টার দিকে ১৫ নম্বর খুঁটির কাছে আসে।

পদ্মাসেতুর দায়িত্বশীল প্রকৌশলী হুমায়ুন কবির জানান, অ্যাংকরিং করার পর দেখা গেছে, বাকী যে সময় রয়েছে এতে বসানোর পর পুরো কাজ শেষ করা সম্ভব নয়। তাই শনিবার সকালে এটি খুঁটির ওপর স্থাপন করা হবে। আবহাওয়াসহ নানা কারণে সকালে এটি জেডি থেকে রওনা হতে কিছুটা বিলম্ব হয়। সব ঠিকঠাক থাকলে শনিবার বসছে। এই স্প্যানটি স্থাপন হলে পদ্মা সেতু দৃশ্যমান হবে প্রায় দুই কিলোমিটার।

‘৩বি’ নামের স্প্যানটি মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারে বসানোর হচ্ছে। ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ‘তিয়ান ই’ ক্রেন বহন করে নিয়ে আসে।

এর আগে ২০ মে বসানোর কথা থাকলেও পদ্মায় নাব্যতা সংকট আর লিফটিং ক্রেনের স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়নি। স্প্যানবহনকারী ক্রেনের রুটে পদ্মায় নাব্যতা-সংকট রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here