পদ্মায় স্পিডবোট উল্টে বহু হতাহতের শঙ্কা

0
268

খবর৭১: মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টে পদ্মা নদীতে ২২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে গেছে। এতে তাৎক্ষণিক কিছু যাত্রীকে উদ্ধার করা গেলেও, অনেকেই নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শিমুলিয়া থেকে স্পিডবোটটি ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ির দিকে আসছিল। মাঝপথে পদ্মার ঢেউয়ে স্পিডবোটটি উল্টে যায়। আশপাশে থাকা ট্রলার, লঞ্চ ও অন্য স্পিডবোটগুলোতে থাকা লোকজন দ্রুতগতিতে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে উদ্ধার করতে পারেন। পরে নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধারকাজ শুরু করে।’

পরিদর্শক আক্তার হোসেন জানান, যাত্রীদের অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here