পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

0
284

মো দবিরুল ইসলাম/ পঞ্চগড় প্রতিনিধিঃ

২৮ ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ নির্বাচন । মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকালে প্রার্থীরা নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. মির্জা সারোয়ার হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, বিসিক নগর বিসনেস এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. দেলদার রহমান ও মরহুম জেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাচ্চুর স্ত্রী জহুরা প্রধান।

মনোনয়নপত্র বাছাই হবে বুধবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি। আর আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

২০১৯ সালের ৯ জানুয়ারি চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর মৃত্যুর পরে আইন অনুযায়ী পঞ্চগড় জেলা পরিষদের শুন্য চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here