পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান

0
292

মো: দবিরুল ইসলাম/পঞ্চগড় প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় কর্মসুচীর আলোকে পঞ্চগড়ে
বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

জেলা সভাপতি মাও: মুবাশ্বির হোসাইনের
নেতৃত্বে রবিবার দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিক্ষোভটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক বরাবর ১০ দফা দাবী উল্লেখ করে স্মারক লিপি প্রদান করেন।

দাবী সমূহ:
১. নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে।
২. সব নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।
৩. বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।
8. তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত সশস্ত্রবাহিনী মোতায়েন করতে হবে এবং নির্বাচনের দিন সশস্ত্রবাহিনীর হাতে বিচারিক
ক্ষমতা দিতে হবে।
৫. নির্বাচনে সব দলের জন্যে সমান
সুযোগ তৈরি করতে হবে। রেডিও,
টিভিসহ সব সরকারি-বেসরকারি
গণমাধ্যমে সবাইকে সমান সুযোগ দিতে
হবে এবং রাজনৈতিক দলের
নেতাকর্মীদের বিরুদ্ধে সব ধরনের
হয়রানি বন্ধ করতে হবে।
৬. দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য
ঘোষণা করতে হবে।
৭. নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ
রাখতে হবে।
৮. রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয়
সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায়
জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক
প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন
ব্যবস্থা প্রবর্তন করতে হবে।
৯. কোটা সংস্কার অন্দোলন এবং
নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতারকৃত
ছাত্রদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে
দায়ের করা সব মামলা প্রত্যাহার
করতে হবে।
১০. গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে
প্রণীত বিতর্কিত ডিজিটাল
নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আব্দুল্লাহ, ইশা ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা সভাপতি মু. সোহেল
রানা, ইসলামী যুব আন্দোলনের জেলা
সাঃ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ
প্রমূখ সহ সকল পর্যায়ের
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here