নড়িয়া রক্ষা বাঁধ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পানি সম্পদপ্রতিমন্ত্রীর সঙ্গে এনামুল হক শামীমের বৈঠক

0
320

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়ার পদ্মার ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম খান (বীর প্রতিক) এমপি সঙ্গে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম গিয়ে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে বৈঠক করেন। বৃহস্পতিবার সকালে ঢাকায় সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রনালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম খান (বীর প্রতিক) তাৎক্ষনিক সংশ্লিষ্ট কতৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বৈঠককে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজ্বী ওহাব বেপারী, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা রাফিক উল্যাহ মুন্সী, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বয়াতী, খন্দকার আলী হোসেন, আওয়ামীলীগ নেতা সাইদুল হক মুন্না, শওকত ফকির, সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারন সম্পাদক মানিক সরকার প্রমূখ।
এর আগে এনামুল হক শামীম শরীয়তপুরের নডিয়া উপজেলা ও সখিপুর থানায় আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের জন্য সচিবালয়ে বিদুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র সঙ্গে দলীয় নেতৃবৃন্দ নিয়েও সাক্ষাৎ করেন। এসময় বিদুৎ প্রতিমন্ত্রীও তাদেরকে ওই সময়ের মধ্যে শতভাগ বিদ্যুতায়নে আশ্বাস দেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here